উত্তরদিনাজপুর

নির্বাচনী পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে, উত্তাল উত্তর দিনাজপুরের চোপড়ামাড়ি এলাকা

তৃণমূল ও কংগ্রেসের বোমাবাজীতে আহত হলেন দুই কংগ্রেস কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চোপড়ামাড়ি এলাকায়। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ বাহিনী। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে চোপড়ার দাসপাড়া গ্রামপঞ্চায়েতের চোপড়ামারি এলাকার এক তৃনমূল কর্মীর বাড়িতে হামলা চালায় কংগ্রেস আশ্রিত দুস্কৃতীরা। বৃহস্পতিবার চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে তদন্তে গেলে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বোমা গুলি নিয়ে পুলিশের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। এই ঘটনায় কংগ্রেসের অভিযোগ, পুলিশ সে সময় লাঠিচার্য শুরু করে। সেই সঙ্গে শুরু হয় গুলি। যার দরুন সমিরুল ইসলাম ও অরিফুল ইসলাম নামে তাদের দুই কর্মী গুলিবিদ্ধ হয়। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃনমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানোর পাশাপাশি চলছে পুলিশের টহলদারি। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। 

এবিষয়ে আহতের আত্মীয় আমিরুল হক জানান, এদিন প্রায় ১৭-১৮ জন পুলিশ গিয়ে লাঠি চার্জ করে ও সেই সঙ্গে তাদের কর্মীদের উপর গুলি চালায় যার দরুন তাদের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবী করেন তিনি।